জাতীয়
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৮৪ জন হাসপাতালে
ঢাকা, ২৭ আগস্ট – ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৮৪ জন ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকার ১৬৯ জন এবং ঢাকার বাইরের ১৫ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১০৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৯০৫ জন এবং অন্যান্য বিভাগে ১২৭ জন ভর্তি রয়েছেন।
উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ৯ হাজার ৩০৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ২৩০ জন। মৃত্যু হয়েছে ৪০ জনের।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৭ আগস্ট