বর্তমানে কাবুল বিমানবন্দরে মার্কিন সেনা কত?
কাবুল, ২৭ আগস্ট – আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে হামলার পর সেখানের মার্কিন সৈন্যের পরিসংখ্যান জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।
খবরে জানানো হয়, বর্তমানে কাবুল বিমানবন্দরে ৫ হাজার ৮০০ মার্কিন সৈন্য রয়েছে। এছাড়াও ১ হাজার ব্রিটিশ সৈন্য রয়েছেন আলোচিত ওই বিমানবন্দরে।
সংবাদমাধ্যম জানায়, এখন পর্যন্ত আফগানিস্তান থেকে ১ লাখ ৪ হাজার বেসামরিক নাগরিককে সরিয়ে নেয়া হয়েছে। তার মধ্যে ৬৬ হাজার যুক্তরাষ্ট্রে এবং ৩৭ হাজার বিভিন্ন দেশে পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্র তাদের সেনাদের ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে প্রত্যাহারের সময়সীমা ঠিক করেছে, তবে অনেক আফগান ওই সময়ের মধ্যেই দেশ ছাড়তে বিমানবন্দরে ছুটে আসছেন।
শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্রায় ৫ হাজার মানুষ কাবুল বিমানবন্দরে এখনও অপেক্ষা করছেন এবং আরও অনেকে তল্লাশি চৌকি পার হওয়ার চেষ্টা করছেন।
এদিকে কানাডা, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং ডেনমার্কসহ বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তানে হামলা সত্ত্বেও কাবুল থেকে লোকজনকে মার্কিন বিমানে করে সরিয়ে নেয়ার অভিযান অব্যাহত থাকবে। আমাদেরকে এই অভিযান সম্পন্ন করতেই হবে এবং আমরা তা করবো।
বৃহস্পতিবারের হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ১৩ জনই মার্কিন সেনা সদস্য বলে জানিয়েছে বিবিসি।
খবরে আরও বলা হয়, গত ১৫ আগস্ট কাবুল তালেবানের দখলে চলে যাওয়ার পর সেখান থেকে এখন পর্যন্ত এক লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
সূত্র : যুগান্তর
এন এইচ, ২৭ আগস্ট