টি-টোয়েন্টিতে যে রেকর্ড আর কারো নেই, গড়লেন তিনি
মাদ্রিদ, ২৭ আগস্ট – ইতিহাসের পাতায় নাম লিখলেন নেদারল্যান্ডস নারী দলের ফাস্ট বোলার ফেডেরিক ওভারডাইক। বৃহস্পতিবার (২৬ আগস্ট) আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭ উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার তিনি। তার বোলিং ফিগারও সব টি-টোয়েন্টি মিলিয়ে সেরা।
স্পেনের মুর্সিয়ায় কার্টাগেনার লা মানগা ক্লাব টপ গ্রাউন্ডে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপিয়ান কোয়ালিফায়ারে এই কীর্তি গড়েন ওভারডাইক। পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড ২০ বছর বয়সী ডানহাতি পেসারের দখলে।
ফ্রান্সের বিপক্ষে দলকে ৯ উইকেটে জেতাতে তার বোলিং ফিগার ছিল ৪-২-৩-৭। মানে চার ওভারে ২ মেডেন দিয়ে মাত্র ৩ রান খরচায় নেন রেকর্ড সংখ্যক উইকেট।
পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে সফল টি-টোয়েন্টি বোলার ভারতের দীপক চাহার। ২০১৯ সালের নভেম্বরে নাগপুরে মাহমুদউল্লাহর বাংলাদেশের বিপক্ষে ৭ রান দিয়ে ৬ উইকেট নেন।
মেয়েদের ক্রিকেটে নেপালের অফব্রেক বোলার অঞ্জলি চাঁদ ২০১৯ সালের সাউথ এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে ৬ উইকেট নেন কোনো রান না দিয়ে। দুটি রেকর্ডই ভেঙে দিলেন ওভারডাইক।
এই ডাচ নারী পেসারের আগে টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার ছিল কলিন অ্যাকারম্যানের। ভাইটালিসি ব্লাস্টে ২০১৯ সালের আগস্টে লিস্টারশায়ারের দক্ষিণ আফ্রিকান স্পিনার ৪ ওভারে ১৮ রান দিয়ে ফেরান বার্মিংহ্যাম বিয়ার্সের ৭ ব্যাটসম্যানকে। মানে ৭ উইকেট নেওয়ার তালিকায় অ্যাকারম্যানের পাশে বসলেন ওভারডাইক। তবে সেরা বোলিং ফিগার তার।
ওভারডাইক একে একে ফেরান প্রতিপক্ষ অধিনায়ক টারা ব্রাইটন, পপি ম্যাকগিউন, থিয়া গ্রাহাম, এমানুয়েল্লে ব্রেলিভেট, ট্রেসি রোদ্রিগেজ, এমা চান্স ও মায়েল্লে কারগোয়েটকে। তার অবিশ্বাস্য স্পেলে ডাচ দল ফ্রান্সকে ১৭.৩ ওভারে ৩৩ রানে অলআউট করে। এর মধ্যে ১৪টি রানই আসে অতিরিক্ত খাত থেকে। রান তাড়া করতে নেমে ১৬.৩ ওভারেই জিতে যায় নেদারল্যান্ডস।
বৃহস্পতিবার আগের ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে যায় ডাচরা। ওই ম্যাচে ওভারডাইক দুই ওভার বল করে পাননি কোনো উইকেট। তবে ২৪ ঘণ্টার মধ্যে নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৭ আগস্ট