বলিউড

বিকিনি পরা ছবির আবদার, ভক্তের ‘ইচ্ছেপূরণ’ করলেন সোনাক্ষী

মুম্বাই, ২৭ আগস্ট – বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। কটাক্ষের শিকার হয়ে মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে থেকে বিরতি নিয়েছিলেন। তবে আবারো ভার্চুয়াল জগতে সক্রিয় হয়েছেন এই নায়িকা।

সম্প্রতি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বের আড্ডায় মেতেছিলেন ‘দাবাং’ অভিনেত্রী। এই সময় এক ভক্ত আবদার করে বসেন, সোনাক্ষীর বিকিনি পরা ছবি দেখার। সঙ্গে সঙ্গেই ভক্তের আবদার মিটিয়েছেন সোনাক্ষী। তবে ভিন্ন উপায়ে।

আড্ডার ভক্তদের প্রশ্ন কারার আহ্বান জানিয়ে সোনাক্ষী লেখেন, ‘আস্ক মি এনিথিং’। এরপর এক ভক্ত লেখেন, ‘বিকিনি ফটোগ্রাফস’। সোনাক্ষীও দেরি না করে একটি বিকিনি সেটের ছবি পোস্ট করেন। কারণ সেই ভক্ত শুধুই লিখেছিলেন, বিকিনির ছবি দেখবেন। ইঙ্গিত সোনাক্ষীর দিকে থাকলেও তার নাম যেহেতু উল্লেখ করেননি, তাই সেই ভক্তের ইচ্ছাটা কৌশলেই পূরণ করেছেন নায়িকা।

আরও পড়ুন ::

ছবিটি দেখে নেটিজেনরা বেশ মজা পেয়েছেন। অনেকেই সোনাক্ষীর বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন।

সম্প্রতি সোনাক্ষী অভিনীত ‘ভূজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে আরো অভিনয় করেছেন অজয় দেবগন, সঞ্জয় দত্ত, নোরা ফাতেহি, শরদ কেলকার প্রমুখ।

এন এইচ, ২৭ আগস্ট

Back to top button