পশ্চিমবঙ্গ

মা হওয়ায় নুসরাতকে মুখ্যমন্ত্রী মমতার অভিনন্দন

কলকাতা, ২৭ আগস্ট – নতুন মা হয়েছেন তৃণমূলের সংসদ সদস্য, অভিনেত্রী নুসরাত জাহান। এ খবর পেয়ে নুসরাতকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বৈঠক করতে বৃহস্পতিবার এসএসকেএম এ যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। মুখ্যমন্ত্রী নুসরাতের ছেলে হওয়ার পেয়ে বলেন, ‘অভিনন্দন, অনেক অভিনন্দন।’

গত লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের প্রার্থী নুসরাত জাহান। এমপি হিসেবে বারবার বিতর্কের মুখেও পড়েছেন এ অভিনেত্রী। তবে সংসদ সদস্য হওয়ার অনেক আগে থেকেই মুখ্যমন্ত্রীর পছন্দের নায়িকা নুসরাত। বিভিন্ন সরকারি অনুষ্ঠান থেকে শুরু করে তৃণমূলের ২১শে জুলাইয়ের মঞ্চেও দেখা গেছে তাকে। এমনকি মিছিলেও মুখ্যমন্ত্রীর পাশে দেখা গেছে নুসরাতকে।

বৃহস্পতিবার দুপুরে পার্কস্ট্রিটের একটি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন নুসরত জাহান। মা-ছেলে দু’জনই সুস্থ রয়েছেন বলে জানান নুসরাতের বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত।

সূত্র : সমকাল
এন এইচ, ২৭ আগস্ট

Back to top button