উত্তর আমেরিকা

আইএসের হামলা ঠেকাতে তালেবানের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ওয়াশিংটন, ২৭ আগস্ট – আফগানিস্তানের বর্তমান শাসক গোষ্ঠী তালেবানের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের শীর্ষ জেনারেল কেনেথ ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, জঙ্গিগোষ্ঠী আইএসের হামলা ঠেকাতে তালেবানের সঙ্গে গোয়েন্দা তথ্য শেয়ার করছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার কাবুলে আইএসের জোড়া বিস্ফোরণে নিহত ৬০ জনের মধ্যে ১৩ জন মার্কিন বাহিনীর সদস্য। ওই হামলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আফগান পরিস্থিতি নিয়ে কথা বলেন জেনারেল কেনেথ ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি।

তিনি বলেন, লোকজন যাতে বিমানবন্দরে নিরাপদে প্রবেশ করতে পারে সেজন্য তালেবানের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। কাবুল থেকে লোকজনকে উদ্ধার বা সরিয়ে নেওয়ার মার্কিন প্রচেষ্টা এখনই বন্ধ করে দেওয়া হবে না।

জেনারেল কেনেথ ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি বলেন, ‘আমরা তালেবানের সঙ্গে এই তথ্যের (গোয়েন্দা তথ্য) সংস্করণ শেয়ার করি, যাতে তারাও আমাদের জন্য কিছু খোঁজ নিতে পারে। আমাদের বিশ্বাস, কিছু হামলা চেষ্টা তালেবান নস্যাৎ করে দিয়েছে। ‘

ইউএস সেন্ট্রাল কমান্ডের এই শীর্ষ জেনারেল বলেন, যুক্তরাষ্ট্রের কাছে থাকা পূর্ণাঙ্গ গোয়েন্দা তথ্য তালেবান পায় না। তাদেরকে কাটছাঁট করে কিছু তথ্য দেওয়া হয়। তবে হামলা ঠেকানোর মতো পর্যাপ্ত তথ্য তাদের সরবরাহ করা হয়।

বৃহস্পতিবারের হামলার কথা উল্লেখ করে জেনারেল কেনেথ ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি বলেন, তার আশঙ্কা এই ধরনের হামলা অব্যাহত থাকবে। তবে হামলা ঠেকাতে মার্কিন বাহিনীও প্রস্তুতির কমতি রাখছে না। এর অংশ হিসেবেই তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী তালেবান কাবুল বিমানবন্দরের বাইরের নিরাপত্তা দিচ্ছে। আসন্ন দিনগুলোতেও তাদের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখা হবে।

এদিকে কাবুলের হামলাকারীদের খুঁজে বের করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট থেকে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘যারা এই হামলা চালিয়েছে, সেই সঙ্গে যারা যুক্তরাষ্ট্রের ক্ষতি চায়, তারা এটা জেনে রাখ, আমরা ক্ষমা করবো না; আমরা ভুলে যাবো না। আমরা তোমাদের খুঁজে বের করবো এবং তোমাদেরকে এর মূল্য দিতে হবে। আমি আমার প্রতিটি পদক্ষেপে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবো।’

আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী আইএস-এর সহযোগী সংগঠন ইসলামিক স্টেট ইন খোরাসান প্রভিন্স (আইএসকেপি) এই হামলা চালিয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। আইএসের পক্ষ থেকেও হামলার দায় স্বীকার করা হয়েছে। আফগানিস্তানে এখনও হাজারখানেক মার্কিন নাগরিক রয়ে গেছে বলে জানিয়েছেন জেনারেল কেনেথ ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি। তবে সন্ত্রাসী হামলা সত্ত্বেও দেশটি থেকে লোকজনকে উদ্ধারের যুক্তরাষ্ট্রের মিশন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাইডেন।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/২৭ আগস্ট ২০২১

Back to top button