মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করতেন তারা
ঢাকা, ২৭ আগস্ট – মোবাইল ফোনের আইএমইআই পরিবর্তনকারী চক্রের শীর্ষ দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতাররা হলেন- মো. আব্দুল জব্বার রানা (৩৩) ও মো. শাহিন (৪০)। এ সময় তাদের কাছ থেকে আইএমইআই পরিবর্তন করার বিভিন্ন ডিভাইস, সফটওয়্যার ও চোরাই মোবাইল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে সহকারী বিশেষ পুলিশ সুপার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোর (পূর্ব) একটি বিশেষ দল সম্প্রতি বংশাল থানার সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের একটি দোকান থেকে আব্দুল জব্বার রানাকে ডিভাইস, সফটওয়্যার ও চোরাই মোবাইলসহ গ্রেফতার করা হয় এবং ফনিক্স রোডের নগর ভবনের বিপরীত পার্শ্বে ডিভাইস, সফটওয়্যার ও চোরাই মোবাইলসহ শাহিনকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, ঢাকা মহানগর এলাকাসহ সারাদেশে গ্রেফতার আসামিরা চোরাই মোবাইল সেটের আইএমইআই পরিবর্তন করাসহ চোরাই মোবাইল ক্রয়-বিক্রি করে থাকে। তারা বিশেষ ডিভাইস ও সফটওয়্যার ব্যবহার করে যে কোনো মোবাইল সেটের আইএমইআই পরিবর্তন করতেন।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি এইচপি ল্যাপটপ, সাতটি আইইএম পরিবর্তনকারী ডিভাইস, দশটি চোরাই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে বংশাল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।
সূত্র: জাগো নিউজ
এম ইউ/২৭ আগস্ট ২০২১