উত্তর আমেরিকা

কাবুলে হামলাকারীদের ক্ষমা নয়, প্রতিশোধ: জো বাইডেন

ওয়াশিংটন, ২৭ আগস্ট – আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে ভয়াবহ আত্মঘাতী হামলার পেছনে দায়ীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানবন্দরের আবে ফটকে বিস্ফোরণে ১৩ মার্কিন সৈন্যসহ ৬০ জনের মৃত্যুর ঘটনার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউজে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা হামলাকারীদের ক্ষমা করবো না। তোমাদের খুঁজে বের করবোই।

তালেবানের কাবুল দখলের পর আফগানিস্তানের কারাগারগুলো থেকে বের হওয়া বন্দিরা এ ধরনের হামলা ঘটিয়ে থাকতে পারে বলেও ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট।

বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র সন্ত্রাসীদের কাছে হার মানবে না। আমরা তোমাদের ক্ষমা করবো না। আমরা (এ ঘটনা) ভুলে যাবো না। আমরা তোমাদের খুঁজে বের করবোই এবং তোমাদের এর মূল্য দিতে হবে।

উল্লেখ্য, আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে ভয়াবহ আত্মঘাতী হামলায় ১৩ মার্কিন সেনাসহ ৭৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬০ জনই সাধারণ আফগান নাগরিক। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ১৪০ জন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৭ আগস্ট ২০২১

Back to top button