ম্যানচেস্টার সিটিতে ক্রিশ্চিয়ানো রোনালদো!
অনকে জল্পনা-কল্পনার অবশান ঘটিয়ে বার্সেলোনার সাথে ২১ বছরের সম্পর্ক ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দেন ফুটবলের ক্ষুদে যাদুঘর লিওনেল মেসি। এবার চমক দেখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। জুভেন্টাস ছেড়ে এই তারকা ফুটবলার যোগ দিয়েছেন ম্যানচেস্টার সিটিতে।
এ খবর নিশ্চিত করছে দৈনিক দ্য ইনডিপেনডেন্টের প্রধান ফুটবল প্রতিবেদক মিগেল ডেলানি। তিনি বলেন, সিটির সঙ্গে রোনালদোর দুই বছরের চুক্তি হয়ে গেছে। আজ কালের মধ্যেই সিটিতে তিনি যাবেন ডাক্তারি পরীক্ষার জন্য।
তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে কত টাকার চুক্তি হয়েছে তা জানায়নি ডিলানি। কিন্তু ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকম বলছে, রোনালদোকে নিতে চাইছে সিটি। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো চুক্তি হয়নি।
এদিকে, হ্যারি কেইনকে কেনার চেষ্টা করছে সিটি। যদিও টটেনহ্যাম তাকে ছাড়তে নারাজ। অন্যদিকে, রোনালদোর দিকে নজর আছে পিএসজিরও।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৭ আগস্ট