ইউরোপ

রাজনীতি ছাড়ছেন এঞ্জেলা মরকেল, তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন?

বার্লিন, ২৬ আগস্ট – ইউরোপের প্রভাবশালী দেশ জার্মানির সরকার প্রধান পদে পরিবর্তন আসছে। আগামী মাসে অনুষ্ঠিত হবে দেশটির জাতীয় নির্বাচন, যেখানে চেন্সেলর পদে নতুন মুখকে দেখা যেতে পারে। এতে তিনি বর্তমান চেন্সেলর এঞ্জেলা মরকেলের স্থালাভিষিক্ত হবেন।

কে কে আছেন এ নতুন মুখ হওয়ার দৌঁড়ে? জানা যায়, এ দৌঁড়ে দেশটির প্রধান তিন দলের তিনজন রয়েছেন। এরা হলেন – ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিকস্ দলের আরমিন লেসচেট, সোস্যাল ডেমোক্র্যাটস্-এর ওলাফ স্কলজ ও গ্রিনস্ দলের আনালিনা বারবোক।

জার্মান রাজনীতিতে দীর্ঘ সক্রিয়তার পর অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চেন্সেলর মরকেল। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এতে তার দল ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিকস্ বেশ খানিকটা জনপ্রিয়তা হারিয়েছে।

আগে মরকেল থাকলেও বর্তমানে দলটির প্রধানের দায়িত্বে রয়েছেন আরমিন লেসচেট। আরমিন জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ২০১৭ সালের ২৭ জুন থেকে দায়িত্ব পালন করছেন।

তার দল ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিকস্-এর জনপ্রিয়তা কমে যাওয়ায় সুবিধা হয়েছে মধ্য-বামপন্থী সংগঠন সোস্যাল ডেমোক্র্যাটস্দের (এসডিপি)। একাধিক জরিপে দেখা গেছে, ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিকস্-এর তুলনায় মরকেলেরই জোট সরকারে থাকা সহযোগী দল এসডিপি জনপ্রিয়তায় অনেকটা এগিয়ে গেছে।

ওলাফ স্কলজের নেতৃত্বে থাকা দলটি গত ১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো জনপ্রিয়তায় ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিকস্দের ছাড়িয়ে গেছে।

জার্মানিতে ক্ষমতায় যাওয়ার দৌঁড়ে আরও একটি দল এগিয়ে আছে। জরিপে তৃতীয় স্থানে থাকলেও আনালিনা বারবোক-এর গ্রিনস্-দের সম্ভবনাকে উপেক্ষা করছেন না কেউই।

আগামী মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে এ দলগুলোর যেটি সরকার গঠন করবে, সেখান থেকে দলপ্রধান স্বাভাবিক নিয়মেই চেন্সেলরের দায়িত্ব পালন করতে পারেন।

ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিকস্ দলের আরমিন লেসচেট (বা থেকে), গ্রিনস্ দলের আনালিনা বারবোক ও সোস্যাল ডেমোক্র্যাটস্-এর ওলাফ স্কলজ

জার্মান চেন্সেলরের অবসরে যাওয়া প্রসঙ্গে জার্মানির চেমনিজ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী আরনৎ লেনিংয়ার বলেন, ‘জার্মানির ইতিহাসে প্রথম বিদায়ী কোনো চেন্সেলর নির্বাচনে লড়াই করবেন না।’

প্রসঙ্গত, মরকেল ২০০৫ সাল থেকে জার্মানির চেন্সেলরের দায়িত্ব পালন করছেন। গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্ত সিরিয়া থেকে ১০ লাখ লোক জার্মানিতে নিয়ে তিনি বিশ্বের কাড়েন। তিনি বেশ কয়েকবার বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারীর খেতাব জিতেছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৬ আগস্ট ২০২১

Back to top button