ফুটবল

কলকাতা মোহামেডানে যোগদানের বিষয়টি গুজব

ঢাকা, ২৪ অক্টোবর- ভারতের ঐতিহ্যবাহী কলকাতা মোহামেডানে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এমনই খবর প্রকাশ করে কলকাতার দৈনিক ‘উত্তরবঙ্গ সমবাদ’।

তবে কলকাতা মোহামেডানে তার যোগদানের বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন দেশের ফুটবলের পোস্টার বয়। সংবাদটি ভিত্তিহীন ও গুজব জামাল ভূঁইয়া বলেন, ‘এটা শুধুই গুঞ্জন। আমি তাদের কাছ থেকে কোন চুক্তির প্রস্তাব পাই নি।’

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন গার্দিওলা

এর আগেও জামালকে নিয়ে ভারতে যাওয়ার গুঞ্জন উঠেছিল। ২০১৯ সালে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের সময় আইএসএলে খেলার প্রস্তাব নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। তখন গুজব ওঠে ওড়িশা এফসিতে যাচ্ছেন জামাল।

জামাল ভূঁইয়া বর্তমানে ডেনমার্কে অবস্থান করছেন। নভেম্বরে ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে আগামী ২৯ অক্টোবর জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল

আর/০৮:১৪/২৪ অক্টোবর

Back to top button