দক্ষিণ এশিয়া

পাকিস্তান আমাদের দ্বিতীয় বাড়ির মতো: তালেবান মুখপাত্র

কাবুল, ২৬ আগস্ট – আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তান আমাদের দ্বিতীয় বাড়ির মতো। প্রতিবেশী দেশটির সঙ্গে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক গভীর করার অঙ্গীকারের কথাও জানিয়েছেন তিনি।

বুধবার এক সাক্ষাৎকারে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত রয়েছে। ধর্মের ক্ষেত্রে চিরাচরিতভাবে আমরা তাদের কাছাকাছি এবং উভয় দেশের মানুষেরা একে অন্যের সঙ্গে মিশে যায়। তাই আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গভীর করতে আগ্রহী।

তিনি জানান, আফগানিস্তান দখলে তালেবানের অভিযানে পাকিস্তানের কোনও ভূমিকা নেই। প্রতিবেশী দেশটি কখনও তাদের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করেনি।

সাক্ষাৎকারে জাবিহুল্লাহ উল্লেখ করেন, বিরোধ নিরসনের জন্য পাকিস্তান ও ভারতের এক সঙ্গে আলোচনায় বসা উচিত। ভারতসহ সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক চায় তালেবান।

সরকার গঠনের বিষয়ে তিনি বলেন, তারা ইসলামের ভিত্তিতে এবং একটি শক্তিশালী সরকার গঠন করতে চায়। যার অংশ থাকবেন সব আফগান।

তালেবান মুখপাত্র আবারও উল্লেখ করেছেন, অন্য দেশের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। দখলকৃত সব অঞ্চলে শান্তি ও স্বাভাবিকতা বিরাজ করছে।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ২৬ আগস্ট

Back to top button