ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত উইলিয়ামসের

হারারে, ২৬ আগস্ট – আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিতে চান জিম্বাবুয়ের টেস্ট অধিনায়ক শন উইলিয়ামস। জিম্বাবুয়ে টিম ম্যানেজমেন্টকে আসন্ন আয়ারল্যান্ড সফরের পর সরে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। বোর্ড তার বিরতিতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করলে এখানেই ক্যারিয়ারের সমাপ্তি ঘটবে উইলিয়ামসের।

এক প্রতিবেদন বলছে, মূলত জৈব সুরক্ষা বলয়ের মানসিক ধকল ও জিম্বাবুয়ে ক্রিকেটের বর্তমান বাজে পরিস্থিতিতে হতাশ হয়ে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন উইলিয়ামস।

উল্লেখ্য, ২০০৫ সালে আন্তর্জাতিক অভিষেকের পর মাত্র ১৪টি টেস্ট খেলেছেন অলরাউন্ডার শন উইলিয়ামস। তবে ব্যাটসম্যান হিসেবে দুর্দান্ত তিনি। এত কম টেস্ট খেলেই ৪ সেঞ্চুরিতে ও ৪১.৩৬ গড়ে রান সংগ্রহ করেছেন ১০৩৪। বাঁহাতি স্পিনে উইকেট শিকার করেছেন ২১টি।

১৩৬ ওয়ানডে খেলে ৩৫.০২ গড়ে ৪ সেঞ্চুরি ও ৩২ ফিফটিতে রান ৩৯৫৮। উইকেট পেয়েছেন ৭২টি। ৪৭ টি-টোয়েন্টিতে ৬ ফিফটিতে রান ৯৪৫। গড় ২২.৫০, স্ট্রাইক রেট ১২৮.৩৯। উইকেট ৩২টি।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ২৬ আগস্ট

Back to top button