জাতীয়

ভারত থেকে এলো উপহারের আরও ৪০টি অ্যাম্বুলেন্স

যশোর, ২৫ আগস্ট – বাংলাদেশকে আরও ৪০টি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত। বর্তমানে অ্যাম্বুলেন্সগুলো পেট্রাপোলে পৌঁছে। এর আগে গত ১৭ আগস্ট ৩১টি অ্যাম্বুলেন্স বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছিল।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে সফরে এসে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন। তার অংশ হিসেবে এই অ্যাম্বুলেন্সগুলো দেশে পৌঁছালো।

ভারতীয় দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেনাপোল স্থল শুল্ক চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পর এগুলো বৃহস্পতিবার ঢাকার উদ্দেশে রওনা হবে।

বাকি ৩৮টি অ্যাম্বুলেন্স সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকায় পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/২৫ আগস্ট ২০২১

Back to top button