ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে মাঠে ফিরছে দর্শক

আগামী মাস থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় পরীক্ষামুলকভাবে মাঠে দর্শক ফেরানোর পরিকল্পনার কথা জানিয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। কোভিড-১৯ সংক্রমণের কারণে দেশ দুটির স্টেডিয়ামে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল।

আর্জেন্টিনার পর্যটন ও ক্রীড়া মন্ত্রী মাতিয়াস লামেন্স বলেন, আগামী ৯ সেপ্টেম্বর বুয়েন্স আয়ার্সে বলিভিয়ার বিপক্ষে এই বিষয়ে একটি পরীক্ষামুলক পদক্ষেপ গ্রহণ করা হবে। স্টেডিয়ামটিতে ৭০ হাজার দর্শক প্রবেশের অনুমতি দেয়া হবে। যা এই স্টেডিয়ামটির ধারণ ক্ষমতার ৩০ শতাংশ। এরপর তারা ব্যাপক সংখ্যক দর্শক প্রবেশের বিষয়ে পদক্ষেপ নেবে।

এদিকে সাও পাওলো ক্রীড়া সচিবালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী ৫ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনার বিপক্ষে সাও পাওলোর ৪৮ হাজার ধারণ ক্ষমতার নিও কুইমিকা অ্যারেনায় ১২ হাজার দর্শক প্রবেশের অনুমতি দেয়া হবে।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর ঘোষনায় উভয় পরিকল্পনায় ব্যাঘাত ঘটাতে পারে। প্রিমিয়ার লিগের ঘোষণা, বৃটেনের লাল তালিকাভুক্ত দেশগুলোতে খেলোয়াড়দের আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য ছাড়বে না।

সূত্র : সমকাল
এম এউ, ২৫ আগস্ট

Back to top button