এশিয়া

কমলা হ্যারিস এশিয়াকে বিভক্ত করতে চাইছেন

ঢাকা, ২৫ আগস্ট – যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস চীনের সঙ্গে এর প্রতিবেশী দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর বিভেদ সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম। দক্ষিণ চীন সাগরে নিজেদের দাবির সমর্থনে বেইজিং জোরজবরদস্তি করছে, ভয় দেখাচ্ছে- এমন মন্তব্যের প্রেক্ষিতে এ অভিযোগ করেছে চায়না ডেইলি।

বুধবার তারা এ অভিযোগ করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এশিয়ায় যুক্তরাষ্ট্রের অবস্থান সুদৃঢ় করা এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় মিত্রদের আশ্বস্ত করার লক্ষ্যে ৭ দিনের সফরে বের হওয়া হ্যারিস মঙ্গলবার সিঙ্গাপুরে দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের দাবি প্রসঙ্গে ওই মন্তব্য করেছিলেন।

হ্যারিসের সিঙ্গাপুরে দেওয়া বক্তৃতাকে চীনের ওপর ‘ভিত্তিহীন আক্রমণ’ অ্যাখ্যা দিয়ে চায়না ডেইলির এক সম্পাদকীয়তে বলা হয়, “মনে হচ্ছে, দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্রের একমাত্র প্রতিশ্রুতি হচ্ছে ওই দেশগুলো এবং চীনের মধ্যে বিভেদ সৃষ্টিতে নিবেদিত প্রচেষ্টা চালানো।”

উল্লেখ্য চীন, ভিয়েতনাম ছাড়াও ব্রুনেই, মালয়েশিয়া, ফিলিপিন্সি ও তাইওয়ানও দক্ষিণ চীন সাগরের বিভিন্ন অংশের মালিকানা দাবি করে আসছে।

সূত্র : সমকাল
এম এউ, ২৫ আগস্ট

Back to top button