ইউরোপ

বন্দুকধারীর হামলায় জার্মানিতে ৬ শিশু নিহত, আহত ৮

বার্লিন, ২৪ অক্টোবর- জার্মানিতে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ৬ শিশু। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৮ জন। শনিবার দেশটির ক্যামেরুনের অ্যাংলোফোন দক্ষিণ-পশ্চিম অঞ্চলে একটি স্কুলে প্রকাশ্য সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

দেশটির কর্মকর্তা ও অভিভাবকের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্কুলে প্রবেশ করে নির্বিচারে গুলি চালালে ওই হতাহতের ঘটনা ঘটে।

সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, মধ্যরাতের দিকে বন্দুকধারীরা মোটরবাইক নিয়ে কুম্বা শহরে স্কুলে প্রবেশ করে। এসময় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা সেখানে কাজ করছিল।

আরও পড়ুন: স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত

নগরীর উপ-প্রিফেক্ট আলী আনুগু রয়টার্সকে জানায়, তারা স্কুলে প্রবেশ করেই ক্লাসে বাচ্চাদের খুঁজে পায়। এরপর নির্বিচারে তাদের উপর গুলি চালায় সন্ত্রাসীরা।

স্থানীয় শিক্ষা কর্মকর্তা আহিম আবানাও ওবাসে ওই ঘটনায় নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আহত আট শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে। আর নিহত শিশুদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে।

সূত্র: ইত্তেফাক

আর/০৮:১৪/২৪ অক্টোবর

Back to top button