ঢালিউড

এবার আলোচনায় গায়িকা জয়া

ঢাকা, ২৫ আগস্ট – নন্দিত অভিনেত্রী জয়া আহসান ছোটপর্দা থেকে বড়পর্দায় গিয়ে আলোচনার ঝড় তুলেন। আবার তিনি আলোচনায় উঠে এসেছেন একটি সিনেমায় নিজ কণ্ঠে গান গেয়ে।

ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অতনু ঘোষ পরিচালিত ‘বিনিসুতোয়’ সিনেমাটি সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে। এ সিনেমায় অভিনয়ের পাশাপাশি একটি কন্ঠ দিয়েছেন জয়া আহসান। তার গাওয়া রবীন্দ্রসংগীত ‘সুখের মাঝে তোমায় দেখেছি’ বেশ প্রশংসিত হয়েছে।

‘বিনিসুতোয়’ সিনেমাতে জয়া আহসানের অভিনয় ও গান নিয়ে কলকাতার শীর্ষ গণমাধ্যমগুলো বেশ গুরুত্বের সঙ্গে সংবাদ প্রকাশ করেছে। বিভিন্ন প্রতিবেদনে কাজল চরিত্রে ঋত্বিক ও শ্রাবণীর ভূমিকায় জয়া আহসানের অনবদ্য অভিনয়ের প্রশংসা করা হয়েছে। পাশাপাশি, জয়ার গানের প্রসঙ্গটি তুলে ধরা হয়েছে ইতিবাচকভাবে।

‘বিনিসুতোয়’ আরও অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন ও খেয়া চট্টোপাধ্যায়।

এন এইচ, ২৫ আগস্ট

Back to top button