যত দ্রুত কাবুল ছাড়তে পারি, ততই ভালো: বাইডেন
ওয়াশিংটন, ২৫ আগস্ট – মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে মানুষদের সরিয়ে আনার সম্পন্ন করা পথে রয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার তিনি বলেছেন, যত তাড়াতাড়ি আমার শেষ করব, তত ভালো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
মঙ্গলবার জি-৭ এর ভার্চুয়াল সম্মেলনে বাইডেন এসব কথা বলেছেন। সম্মেলনে অংশগ্রহণ দেশগুলো হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন। সম্মেলনে যুক্তরাজ্য ও তাদের মিত্ররা ৩১ আগস্টের পরও ফ্লাইট পরিচালনার সুযোগ রাখার আহ্বান জানান।
আফগানিস্তানে মানুষদের সরিয়ে আনার কাজে কাবুল বিমানবন্দরে মোতায়েন করা কিছু মার্কিন সেনাদের ইতোমধ্যে ফিরিয়ে আনা হয়েছে। তবে মানুষদের সরিয়ে আনার কাজে কোনও প্রভাব পড়েনি। কাবুল থেকে প্রায় ৭০ হাজার ৭০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়া তালেবান এই কাজের জন্য সময় বাড়াতে অস্বীকৃতি জানিয়েছে।
বাইডেন বলেন, আমাদের মানুষদের সরিয়ে আনার জন্য পদক্ষেপ নিচ্ছে তালেবান। তাদের কর্মকাণ্ড দিয়েই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বিচার করা। তালেবানের কথাতেই আমরা কেউ আস্থা রাখছি না।
মার্কিন প্রেসিডেন্ট জানান, আফগানিস্তানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হামলার হুমকির কারণে আকাশপথে মানুষদের সরিয়ে আনার কাজ দ্রুত শেষ করতে হবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র বেশিদিন দেশটিতে অবস্থান করলে গোষ্ঠীটির হামলার ঝুঁকি বাড়বে।
সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/২৫ আগস্ট ২০২১