জাতীয়

সিংড়ায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে

নাটোর, ২৪ অক্টোবর- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সিংড়ায় হাইটেক পার্কসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান উপহার দিয়েছেন। পর্যায়ক্রমে প্রতিষ্ঠানগুলোতে কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে। এই সিংড়ার মাটিতে একটি মেডিকেল কলেজ স্থাপন করে আমরা একটি উন্নত আধুনিক সিংড়া গড়ে তুলব।

আরও পড়ুন:  পদ্মাসেতুতে বসেনি ৩৪তম স্প্যান,পাহারায় সেনাবাহিনী

শনিবার জুম অনলাইন অ্যাপসের মাধ্যমে নাটোরের সিংড়া উপজেলার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু, টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক রকি, সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি নবীর উদ্দিন, মাওলানা আলী আকবর প্রমুখ।

সূত্র: ঢাকাটাইমস

আর/০৮:১৪/২৪ অক্টোবর

Back to top button