চট্টগ্রাম

চট্টগ্রামের তিন থানায় নতুন ওসি পদায়ন

চট্টগ্রাম, ২৫ আগস্ট – চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) তিন থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। মঙ্গলবার এক দাপ্তরিক আদেশে এইসব থানায় ওসি পদে রদবদল করেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জন সংযোগ) আরাফাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, থানাগুলো হলো- চান্দগাঁও, পাহাড়তলী এবং ইপিজেড।

জানা যায়, চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের ইন্সপেক্টর মাঈনুর রহমান চৌধুরীকে চাঁন্দগাঁও থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমানকে নগরীর পাহাড়তলী থানার ওসি হিসেবে বদলী করা হয়েছে।

পাহাড়তলী থানার ওসি হাসান ইমামকে চট্টগ্রাম রেঞ্জে বদলী করা হয়। অপরদিকে ইপিজেড থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) কবিরুল ইসলাম।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৫ আগস্ট ২০২১

Back to top button