অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডে চতুর্থ মাত্রার লকডাউন ঘোষণা

ওয়েলিংটন, ২৪ আগস্ট – গত দুই বছরের মধ্যে করোনার সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাবের কবলে পড়েছে নিউ জিল্যান্ড। সংক্রমণ ঠেকাতে দেশটিতে সর্বোচ্চ চতুর্থ মাত্রার লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার নিউ জিল্যান্ডে নতুন করে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে দেশটিতে গত কয়েক দিনে মোট আক্রান্তের সংখ্যা ১৪৮ এ পৌঁছেছে। আক্রান্তদের অধিকাংশই সামোয়া অঞ্চলের বাসিন্দা। তাদের এই সংক্রমণের সঙ্গে অকল্যান্ডের ম্যানগিরির অ্যাসেম্বলি অব গড চার্চের পাওয়া ক্লাস্টারের সম্পর্ক রয়েছে। চলতি মাসের শেষ নাগাদ অকল্যান্ডে লোকডাউন থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে স্বাস্থ্যবিভাগের মহাপরিচালক ড. অ্যাশলি ব্লুমফিল্ড জানিয়েছেন, ডেল্টা ভ্যারিয়েন্টের মোকাবিলার মানে দাঁড়াচ্ছে একটি নতুন ভাইরাসকে মোকাবিলা।

তিনি বলেন, ‘যেমনটা আপনারা জানেন, এটি উচ্চসংক্রামক ও দ্রুত বিস্তারকারী, আপনারা দেখেছি কতটা দ্রুত এর বিস্তার ঘটে।’

গত বছরের আগস্টে করোনা রোগীর সংস্পর্শে এসেছেন এমন দেড় হাজার কন্টাক্ট শনাক্ত হয়েছিল। কিন্তু এবার সেই সংখ্যা ১০ গুণ বেশি।

ইউনিভার্সিটি অব ক্যান্টারবেরির অধ্যাপক অ্যালেক্স জেমস বলেছেন, ‘গত আগস্টে এটি নিয়ন্ত্রণে আমাদের ১৮ দিন সময় লেগেছিল। এবার ইতোমধ্যে আমাদের দৈনিক আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। এবার সেই সময় অনেক দীর্ঘ হতে যাচ্ছে।’

সূত্র: রাইজিংবিডি
এম ইউ/২৪ আগস্ট ২০২১

Back to top button