মোদির মন্ত্রীকে গ্রেপ্তার করলো মহারাষ্ট্রের পুলিশ
মুম্বাই, ২৪ আগস্ট – ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে গ্রেপ্তার করেছে নাসিক সিটি পুলিশ। রানে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে। এর আগে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চড় মারার হুমকি দিয়েছিলেন।
ওই ঘটনায় তার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়। মঙ্গলবার সেই মামলায় কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ রানেকে গ্রেপ্তার করে নাসিক সিটি পুলিশ। রত্নাগিরির সঙ্গমেশ্বরে তাকে গ্রেফতার করা হয়। এখন তাকে নাসিক নিয়ে যাওয়া হয়েছে।
উদ্ধব ঠাকরের বিরুদ্ধে ওই আপত্তিকর মন্তব্য করার পর মঙ্গলবার রানের বিরুদ্ধে মহারাষ্ট্রের তিন জায়গায় এফআইআর দায়ের করা হয়। সোমবার রায়গড়ে উদ্ধবের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে রানের বিরুদ্ধে। এ ঘটনায় রায়গড়, পুণে এবং নাসিকে তিনটি মামলা দায়ের করা হয়।
পুণের পুলিশ কমিশনার অমিতাভ গুপ্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, রানের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। একটি তদন্তকারী দল পুণেতে তদন্ত শুরু করেছে। সোমবার রানে বলেন, এটা খুবই লজ্জাজনক যে মুখ্যমন্ত্রী ভারতের স্বাধীনতা কোন বছরে তা জানেন না। তিনি নিজের বক্তব্যের সময় গুনে গুনে বলতে পারলেন স্বাধীনতার কত বছর হলো। আমি যদি সেখানে থাকতাম তাহলে সপাটে একটা চড় মারতাম।
রানের এমন মন্তব্যের পর মহারাষ্ট্রে সমালোচনার ঝড় ওঠে। শিবসেনার যুব সংগঠনের কর্মীরা থানায় গিয়ে এফআইআর দায়ের করে রানের বিরুদ্ধে। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করতেই রানে ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ করে শিবসেনা।
সূত্র : আরটিভি
এম এউ, ২৪ আগস্ট