নারী ফুটবলারদের শরীর নিয়ে কটূক্তি, বিপাকে তানজানিয়ার রাষ্ট্রপতি
দোদোমা, ২৪ আগস্ট – নারী ফুটবলারদের শরীর নিয়ে কটূক্তি করে তোপের মুখে পড়েছেন তানজানিয়ার মহিলা রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান। পুরুষ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘নারী ফুটবলারদের বুকের গঠন ছেলেদের মতো হওয়ায় তাদের কেউ বিয়ে করবে না! কেউ বিয়ে না করলে নারী ফুটবলাররা জীবনে কী করবে?’
নিজে নারী হয়েও তার দেশের নারী ফুটবলারদের নিয়ে এমন কটূক্তিতে দেশটির রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে।
ছেলেদের জাতীয় দলের সাফল্য মঞ্চে সামিয়া হাসান আরো বলেন, ‘নারী ফুটবলারদের মুখের দিকে তাকালে বিয়ে করার আগে দুইবার ভাবতে হবে। মেয়েদের বিয়ে করতে হলে তাদের দেখতে আকর্ষণীয় হতে হবে। এই গুণ অন্তত তাদের থাকা উচিত। কিন্তু তাদের (নারী ফুটবলার) মাঝ থেকে সেই গুণগুলো উধাও হয়ে গেছে।’
গত মার্চ মাসে তানজানিয়ার দায়িত্ব নেন হাসান। তিনি তানজানিয়ার প্রথম এবং আফ্রিকা মহাদেশের একমাত্র নারী রাষ্ট্রপতি। সামিয়া হাসান আরো বলেছেন বলেন, ‘নারী ফুটবলাররা আজ আমাদের গর্বিত করছে। কিন্তু ওরা যখন ক্লান্ত হবে, খেলার মতো অবস্থায় থাকবে না, তখন কীভাবে জীবন কাটাবে? বিয়ে করা ওদের কাছে স্বপ্নের মতো। কেউ যদি ওদের বিয়ে করে ঘরে নিয়েও যায়, তার মা জিজ্ঞেস করতে পারে, ‘কাকে বিয়ে করে এনেছ, ছেলে না মেয়ে?’
হাসানের বিরোধী দলের নেত্রী ক্যাথরিন রুজ বলেন, ‘হাসানের এই মন্তব্য সব মেয়েদের জন্যই অসম্মানের। প্রতিটা মেয়েরই সম্মান প্রাপ্য।’
সূত্র : সমকাল
এম এউ, ২৪ আগস্ট