ঢালিউড

ক্যারিয়ার জুড়ে এত সাড়া আগে কখনো পাইনি: অর্ষা

ঢাকা, ২৪ আগস্ট – কিছুদিন আগেই ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে মিজানুর রহমান আরিয়ানের প্রথম সিনেমা ‘নেটওয়ার্কের বাইরে’। সিনেমাটিতে অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হচ্ছেন এই প্রজন্মের মেধাবী অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। এখানে তাকে দেখা গিয়েছে তানিয়া (ডাক্তার) চরিত্রে। ভীষণ ব্যক্তিত্ববান ডাক্তার তানিয়া তার চেয়ে ছোট এক তরুণের প্রেমে পড়েন। কিন্তু তার সেই প্রেম কিংবা ভালোবাসা প্রকাশ করার ক্ষেত্রে তিনি তার ব্যক্তিত্ব বজায় রেখেছেন। আর সেখানেই যেন অর্ষা নিজের অভিনয় সত্তার পরিপূর্ণতা তুলে ধরতে পেরেছেন।

সিনেমার অন্যান্য চরিত্রের চেয়ে অর্ষা কিংবা তার চরিত্রটি এখানেই আলাদা। সকল দর্শকের দৃষ্টি যেন অর্ষা’র দিকে। অর্ষা’কে নিয়ে যারা নাটক নির্মাণ করেন তারাই কেবল জানেন তার অভিনয় ক্ষমতা সম্পর্কে। তার চোখ অভিনয়ের ভাবাবেগ প্রকাশের ক্ষেত্রে যেন একটু বেশিই প্লাস। সহকর্মীরা তার অভিনয়ের ভীষণ ভক্ত। অর্ষা অভিনীত নাটকগুলো দেখে দর্শক তৃপ্ত হন। অর্ষা অভিনীত চরিত্রের প্রতি দর্শকের এক ধরনের মায়া জন্ম নেয়। সেই দর্শকই আবার অপেক্ষায় থাকেন অর্ষা’র নতুন কাজের।

যেমন অপেক্ষায় থাকা দর্শকেরা মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’ সেই অর্ষা’কে আবার তানিয়া’রূপে দেখে মুগ্ধ হচ্ছেন। তানিয়া চরিত্রে অর্ষা’কে নির্বাচিত করা প্রসঙ্গে আরিয়ান বলেন,‘২০১২ সালে আমি আমার প্রথম নাটকে অর্ষাকে নিয়ে নির্মাণ করেছিলাম। তখন আমি নতুন ছিলাম, কিন্তু অর্ষা ভীষণ সহযোগিতা করেছিলো। এতো বছর পর নির্মাতা হিসেবে আমি আমার একটি অবস্থান তৈরী করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তারপরও সেই প্রথম নাটকের মতোই অর্ষা আমাকে এই সিনেমা নির্মাণের সময়েও আমাকে ভীষণ সহযোগিতা করেছে। তাকে নির্বাচিত করার কারণ ছিলো এমন যে, তানিয়া চরিত্রে এমন একজন অভিনেত্রীকেই প্রয়োজন ছিলো যিনি খুব ভালো অভিনেত্রী এবং আমরা যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাজ করবো-তাতে সহযোগি মনোভাবাপন্ন হতে হবে। অর্ষা ছিলো এ কারণে পারফেক্ট। একজন ভালো অভিনেত্রীতো বটেই, অর্ষা ভীষণ ভালো মনের একজন মানুষও।’

তানিয়া চরিত্রে অভিনয় করে সাড়া পাওয়া প্রসঙ্গে অর্ষা বলেন,‘এ যাবতকাল পর্যন্ত আমি যতো কাজ করেছি তারমধ্যে সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি আমি নেটওয়ার্কের বাইরে কাজ করে। ক্যারিয়ার জুড়ে এত সাড়া আগে কখনো পাইনি প্রিয় দর্শকেরাতো আমার অভিনীত চরিত্রটিতে আমার অভিনয়ের প্রশংসা করছেনই, আমার অনেক সহকর্মীরাও আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন, প্রশংসা করেছেন। এটা আমার জন্য সত্যিই অনেক আনন্দের, ভালো লাগার। একটি ভালো কাজ করলে যে দর্শকের কাছে থেকে অভূতপূর্ব সাড়া মিলে নেটওয়ার্কের বাইরে তানিয়া চরিত্রটিই তার প্রমাণ। আমি সত্যিই সবার ভালোবাসায় আবেগাপ্লুত। ধন্যবাদ নির্মাতা মিজানুর রহমান আরিয়ানকে।’

এন এইচ, ২৪ আগস্ট

Back to top button