দক্ষিণ এশিয়া

কাবুল বিমানবন্দর থেকে ইউক্রেনের বিমান ছিনতাই

কাবুল, ২৪ আগস্ট – আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ইউক্রেনের একটি বিমান ছিনতাই করেছে অজ্ঞাতনামা ব্যক্তিরা। আজ মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে রুশ সংবাদ সংস্থা।

ইউক্রেনের নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নিতে ওই বিমান পাঠানো হয়েছিল। বিমানটি ছিনতাইয়ের পর ইরানের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের উপ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভজেনি ইয়েনিন। তিনি বলেন, গত রবিবার আমাদের বিমানটি অন্যরা ছিনতাই করেছে। বিমানটিতো বাস্তবিক অর্থে চুরিই করা হয়েছে আমাদের কাছ থেকে। ইউক্রেনের নাগরিকদের বদলে অজ্ঞাতনামা যাত্রীদের নিয়ে বিমানটি ইরানে উড়ে গেছে। আমাদের পরবর্তী তিনটি উদ্ধার প্রচেষ্টাও সফল হয়নি।

যুক্তরাষ্ট্র আফগানিস্তানে ২০ বছরের সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণার ১০ দিনের মাথায় পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যায়। বিভিন্ন দেশ এখন তাদের নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ২৪ আগস্ট

Back to top button