আইন-আদালত

জেলগেটে মডেল পিয়াসাকে জিজ্ঞাসাবাদ করতে হবে

ঢাকা, ২৪ আগস্ট – রাজধানীর ভাটারা থানার মাদক মামলায় রিমান্ড আবেদন নামঞ্জুর করে মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে তিন কার্যদিবসের মধ্যে তাকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক রফিকুল ইসলাম পিয়াসাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পিয়াসার পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

গত ১ আগস্ট পিয়াসার বারিধারার বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর গুলশান, ভাটারা ও খিলক্ষেত থানার পৃথক তিন মামলায় তার আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

সূত্র: সমকাল
এম ইউ/২৪ আগস্ট ২০২১

Back to top button