সাকিবকে নিয়ে নাইটদের ভিডিও ‘পালাও, বাঘ এসেছে’!
কলকাতা, ২৪ আগস্ট – ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের বাকি অংশ শুরু হতে যাচ্ছে ১৯ সেপ্টেম্বর। সংযুক্ত আরব আমিরাত পর্বে সাকিব আল হাসানকে ফিরে পাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এই ঘোষণা তারা দিলো নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে।
ওই ভিডিওতে কলকাতার জার্সিতে সাকিবকে নেটে বোলিং অনুশীলন করতে দেখা যায়। ব্যাট পরখ করছেন এবং নেটে ব্যাটিং অনুশীলন করছেন। ২৯ সেকেন্ডের ওই ভিডিওর ক্যাপশনে হিন্দিতে লেখা, ‘ভাগ ভাগ ভাগ, আয়া শের আয়া শের’। বাংলায় যার অর্থ ‘ভাগো ভাগো, বাঘ আসলো।’
এই আসরের জন্য ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে ফেরায় কলকাতা। প্রথম তিনটি ম্যাচেই খেলেন তিনি। কিন্তু আলো ছড়াতে পারেননি। জিতেছিলেন প্রথম ম্যাচ। পরের দুই ম্যাচে হার। পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকায় সাকিব পরের চার ম্যাচে ছিলেন একাদশের বাইরে।
তিন ম্যাচে সাকিবের ব্যাট থেকে আসে ৩৮ রান। বল হাতেও ছিলেন নিষ্প্রভ, পান দুটি উইকেট। রান দেন ৮১।
বেঙ্গালুরুর বিপক্ষে দলের তৃতীয় ম্যাচে সাকিব বল করেছেন মাত্র দুই ওভার। ওই দুই ওভারে ২৪ রান দেওয়ায় আর বল দিতে সাহস পাননি কলকাতার অধিনায়ক এউইন মরগ্যান। এই ম্যাচের পরেই মূলত বাদ পড়েন সাকিব। আশানুরূপ ক্রিকেট খেলতে না পারায় এরপর তার পরিবর্তে দলে ফেরেন সুনীল নারাইন।
তবে বাংলাদেশের জার্সিতে সাকিব অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সেরা খেলোয়াড় হন। আগামী ১ সেপ্টেম্বর নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজও খেলবেন বাঁহাতি অলরাউন্ডার। মঙ্গলবার দলের সঙ্গে বায়ো-বাবলে ঢুকছেন তিনি। ১০ সেপ্টেম্বর শেষ ম্যাচ খেলেই হয়তো উড়াল দেবেন আমিরাতে, ২০ সেপ্টেম্বর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আবুধাবিতে শুরু হবে কলকাতার এর পর্ব। ৭ ম্যাচে মাত্র দুই জয়ে ৪ পয়েন্টে সপ্তম স্থানে তারা।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৪ আগস্ট