ক্রিকেট

বাংলাদেশ ‘এ’ দলের ক্যাম্পে করোনার হানা

ঢাকা, ২৪ আগস্ট – আবু জায়েদ রাহি, নাজমুল হোসেন ও নাঈম হাসান করোনাভাইরাসে পজিটিভ হয়েছে। যার ফলে বাতিল হয়ে গেছে বাংলাদেশ ‘এ’ দলের ক্যাম্প। করোনার দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় নাজমুল ও নাঈম নেগেটিভ হলেও পজিটিভ থেকে গেছেন ফাস্ট বোলার অবু জায়েদ রাহি। তাতে পিছিয়ে গেছে বিসিবি হাই পারফরম্যান্স বিভাগের (এইচপি) বিপক্ষে ‘এ’ দলের সিরিজটিও।

মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এক সপ্তাহ অনুশীলনের পর ‘এ’ দলের চট্টগ্রাম যাওয়ার কথা ছিল এ মাসের শেষের দিকে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এইচপি দলের বিপক্ষে ২, ৪ ও ৬ সেপ্টেম্বর তিনটি এক দিনের ম্যাচ খেলে ৯ ও ১৫ সেপ্টেম্বর থেকে দুটি চার দিনের ম্যাচও খেলার কথা ছিল তাদের।

এর আগে এইচপি দলও করোনায় আক্রান্ত হয়েছিল। দলের ৭ ক্রিকেটার করোনা পজিটিভ হওয়ায় পিছিয়ে গিয়েছিল তাদের ক্যাম্প। ১৭ আগস্টের পরিবর্তে ক্যাম্প শুরু হয় গত পরশু।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৪ আগস্ট

Back to top button