দিনাজপুর

গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে আরও ৪ জনের মৃত্যু

দিনাজপুর, ২৪ আগস্ট – গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনায় এবং তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট ২৮২ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস এসব তথ্য নিশ্চিত করে জানান, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ২০৫ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৭৫ শতাংশ।

এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৯৮৭ জনের। বর্তমানে সক্রিয় করোনা রোগী ২৩৮ জন। একদিনে সুস্থ হয়েছেন ৩৩ জন। মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৬৭ জন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৩২ জন ভর্তি রয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৩৪ জন। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত তিনজন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১১ জন।

জেলার ১৩ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছেন সাতজন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৪ আগস্ট ২০২১

Back to top button