দক্ষিণ এশিয়া

কাবুল বিমানবন্দরে গোলাগুলিতে নিহত ১

কাবুল, ২৩ আগস্ট – কাবুল বিমানবন্দরে গোলাগুলিতে অন্তত ১ জন নিহত হয়েছেন। সোমবার বিমানবন্দরের উত্তর দিকের ফটকে এ গোলাগুলির ঘটনা ঘটে। জার্মান সামরিক বাহিনীর সদস্যদের উদ্ধৃত করে আল জাজিরা এ খবর জানিয়েছে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আফগান নিরাপত্তা রক্ষী ও পশ্চিমা বাহিনীর সদস্যদের মধ্যে এ গোলাগুলি হয়েছে। এতে একজন আফগান রক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন।

যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ গানি সরকারকে হটিয়ে গত সপ্তাহে কাবুল দখল করে তালেবান। এর পর থেকেই বিমানবন্দরে দেশ ছাড়তে ইচ্ছুক আফগানরা ভিড় করতে থাকেন।

বিবিসির খবরে বলা হয়, এটা পরিষ্কার নয় যে, কারা প্রথমে গুলি চালিয়েছে। জার্মাল কর্মকর্তারা বলছেন, ‘অজ্ঞাত হামকারী’র সঙ্গে আফগান রক্ষীদের এ গোলাগুলি হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৩ আগস্ট ২০২১

Back to top button