জাতীয়

রাজধানীর ৬ হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা

ঢাকা, ২৩ আগস্ট – চলমান করোনা মহামারির মধ্যেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। চলতি মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ পরিস্থিতিতে রোগীদের সুষ্ঠু চিকিৎসার জন্য রাজধানীর ৫ টি সহ মোট ৬ টি হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

হাসপাতালগুলো হলো:

১। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড, ঢাকা

২। শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, টঙ্গী, গাজীপুর

৩। রেলওয়ে জেনারেল হাসপাতাল, কমলাপুর, ঢাকা

৪। আমিন বাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ঢাকা

৫। লালকুঠি হাসপাতাল, মিরপুর, ঢাকা

৬। কামরাঙ্গীরচর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ঢাকা
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় (২৩ আগস্ট) নতুন করে ২৯১ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন আট হাজার ৭৫০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ছয় হাজার ৭৮৭ জন। ডেঙ্গুতে এ সময়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৩ আগস্ট ২০২১

Back to top button