কিশোরগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৯
কিশোরগঞ্জ, ২৪ অক্টোবর- কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের হাজিপাড়া গ্রামে রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শিশু-নারীসহ একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার কাটখাল ইউনিয়নের হাজীপাড়া গ্রামের আব্দুস সালামের বাড়িতে রান্না করার সময় গ্যাস পাইপের লিক থেকে গ্যাস পুরো ঘরে ছড়িয়ে পড়লে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে গৃহকর্তা আব্দুস সালামের স্ত্রী সিপাইনেছা (৫৮), দুই ছেলে কামাল (৩৫) ও আনোয়ার (১৭), মেয়ে তাসলিমা (২৫), দুই নাতি উম্মে হাবিবা (৪ দিন) ও উম্মে হানি (৩) এবং তাদের স্বজন পারভিন (১৫) ও জুয়েনাসহ (২০) মোট নয়জন দগ্ধ হয়।
আরও পড়ুন: ভৈরবে দুই বিদেশি নাগরিক আটক
তাদের সবাইকে গুরুতর আহত অবস্থায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর আটজনকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মিঠামইন থানার অফিসার ইনচার্জ জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুরুতর আহত সবাইকে উদ্ধার করে মিঠামইন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র : আরটিভি
এন এইচ, ২৪ অক্টোবর