দক্ষিণ এশিয়া

কাবুল থেকে আরও ১৪৬ জনকে ফিরিয়ে আনল ভারত

নয়াদিল্লী, ২৩ আগস্ট – দ্বিতীয় দফায় আরও ১৪৬ জন নাগরিককে আফগানিস্তান থেকে ফিরিয়ে এনেছে ভারত। এ নিয়ে আফগানিস্তান থেকে মোট ৩৯২ জনকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে।

রবিবার কাতারের সহযোগিতায় ওই ১৪৬ জনকে প্রথমে দেশটির রাজধানী দোহায় নিয়ে যাওয়া হয়। পরে তাদের দোহা থেকে নিয়ে আসা হয় ভারতে।

কাতারের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে রবিবার রাতে এক টুইটে এ তথ্য জানানো হয়।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ২৩ আগস্ট

Back to top button