টলিউড

সৃজিত-আইরাকে নিয়ে মিথিলার ইচ্ছাপূরণ

কলকাতা, ২৩ আগস্ট – সমুদ্র পাড়ে মেয়ে ছোট্ট আইরাকে জড়িয়ে ধরে বসে রয়েছেন মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। তার পেছনে বিস্তৃর্ণ জলরাশি। এটিসহ ইনস্টাগ্রামে মিথিলার বেশ কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে। ছবিগুলো পোস্ট করেছেন মিথিলা নিজেই।

জানা যায়, স্বামী সৃজিতের শুটিংয়ের কারণে মুম্বাইয়ে গিয়েছেন মিথিলা। আর সুযোগ পেলেই মুম্বাই ঘুরে বেড়াচ্ছেন তারা। এরই মধ‌্যে মুম্বাইয়ের কোলাবার সমুদ্র সৈকত, বিখ্যাত গেটওয়ে অব ইন্ডিয়া চত্বরসহ বিভিন্ন জায়গা ঘুরেছেন তারা।

মুম্বাইয়ে পাড়ি জমানের আগে কলকাতার এক শোয়ে মিথিলা জানিয়েছিলেন—মুম্বাই দেখার প্রবল ইচ্ছা তার। এবার সেই ইচ্ছাই পূরণ হল অভিনেত্রীর। উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে মিথিলা লিখেছিলেন, ‘ইয়ে হ্যায় বম্বে মেরি জান।’

গত ৩০ জুন মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় শ্বশুরবাড়ি গিয়েছেন মিথিলা। সেখানে টলিউডের একটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। অন‌্যদিকে তার বর সৃজিত বর্তমানে বলিউডের একটি সিনেমার কাজ নিয়ে মুম্বাইয়ে ব‌্যস্ত।

এন এইচ, ২৩ আগস্ট

Back to top button