দক্ষিণ এশিয়া

‘আমাদের নেতারা আমাদের বেচে দিয়েছেন’

কাবুল, ২২ আগস্ট – ২০২১ সালের ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এর মাত্র এক সপ্তাহ আগে আফগান বাহিনীর ইউনিফর্মে নিজের প্রথম দিন কাটিয়েছিলেন সদ্য ভারত থেকে দেশে ফেরা এক আফগান সেনাসদস্য। তবে তালেবান ক্ষমতা দখল করলে ভয়ে নিজের যাবতীয় ইউনিফর্ম, আইডি কার্ড লুকিয়ে ফেলেন ইন্ডিয়ান মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এই সৈনিক।

নিরাপত্তার খাতিরে সেই আফগান সৈনিকের নাম প্রকাশ করা হয়নি। হিন্দুস্তান টাইমসকে তিনি জানান, ১৫ আগস্ট তিনি কাবুল থেকে বহু দূরের একটি ক্যাম্পে নিযুক্ত ছিলেন। তখনও তিনি ধারণা করতে পারেননি যে, কাবুলের পতন এত সহজে হয়ে যাবে।

হিন্দুস্তান টাইমসকে এক বার্তায় সেই আফগান সৈনিক বলেন, ‘কোনও দিন দুঃস্বপ্নেও ভাবিনি যে, এতো সহজে তালেবান আবার ফিরে আসতে পারে। আমাদের নেতারা আমাদের বেচে দিয়েছেন। সরকার পড়ে গিয়েছিল। শীর্ষ কমান্ডাররা আত্মসমর্পণ করলেন। আমরা আমাদের সার্ভিস অস্ত্র লুকিয়ে ফেললাম। ইউনিফর্ম লুকিয়ে ফেললাম। আমরা তালেবানের হাত থেকে লুকিয়ে বেড়াচ্ছি।’

তিনি জানান, তার মতো আরও বহু আফগান সেনা লুকিয়ে রয়েছেন।

পালানোর সময় এক তালেবান চেকপোস্টে প্রায় ধরা পড়ে গিয়েছিলেন এই সৈনিক। তিনি জানান, প্রাথমিকভাবে দুই দিন নিজের আত্মীয়র বাড়িতে লুকিয়েছিলেন। সেখান থেকে কাছেই এক বন্ধুর বাড়িতে যেতে গিয়ে তালেবানের চেকপোস্টের মুখে পড়েন তিনি। সেই সময় তার দাড়ি বড় থাকায় তারা তাকে চিনতে পারেনি।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/২২ আগস্ট ২০২১

Back to top button