ঢাকা

রাজধানীর যেসব এলাকায় ডেঙ্গুর ঝুঁকি বেশি

ঢাকা, ২২ আগস্ট – করোনার মধ্যেই দেশে ডেঙ্গুর ভয়াবহতা দেখা দিয়েছে। বিশেষ করে ঢাকার দুই সিটির কিছু এলাকা বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় মৌসুম এডিস সার্ভে ২০২১ এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য মতে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের মগবাজার ও নিউ ইস্কাটন এলাকায় ডেঙ্গু মশার ঘনত্ব সবচেয়ে বেশি। সূচক (বিআই) অনুযায়ী ৫৬.৭ শতাংশ। এরপরে ঝুঁকিতে রয়েছে ১৭ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা আবাসিক এলাকা ও নিকুঞ্জ, ১১ নম্বর ওয়ার্ডের কল্যাণপুর ও দারুসসালাম, ১৪ নম্বরের মিরপুর-১০ নম্বর ও কাজীপাড়া, ২০ নম্বরের মহাখালী ও নিকেতন এবং ৩৭ নম্বর ওয়ার্ডের আফতাব নগর ও মেরুল বাড্ডা।

অন্যদিকে দক্ষিণ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের বাসাবো ও গোড়ান এলাকায় মশার ঘনত্ব সবচেয়ে বেশি। সূচক (বিআই) অনুযায়ী ৭৩.৩ শতাংশ। এরপরে ঝুঁকিতে রয়েছে ১৮ নম্বর ওয়ার্ডের এলিফ্যান্ট রোড ও সায়েন্স ল্যাবরেটরি, ৩৯ নম্বর ওয়ার্ডের আর. কে. মিশন রোড ও টিকাটুলী, ৩ নম্বরের বনশ্রী, ১৯ নম্বর ওয়ার্ডের মিন্টো রোড ও বেইলী রোড ও ৩৫ নম্বর ওয়ার্ডের বংশাল এলাকা।

উল্লেখ্য, বর্তমানে দেশে এক হাজার ২১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকারই এক হাজার ১৩১ জন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২২ আগস্ট ২০২১

Back to top button