জাতীয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে আরও ২৯১ রোগী

ঢাকা, ২২ আগস্ট – ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯১ জন রোগী।

রোববার স্বাস্থ্য অধিদফতরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন ২৯১ জন রোগীর মধ্যে ঢাকার ২৫৯ জন এবং ঢাকার বাইরের ৩২ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১২১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ১১৩১ জন এবং ঢাকার বাহিরে ৮৭ জন রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত মোট ৮ হাজার ৪১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছেন ৬৭৮৭ জন। মৃত্যু হয়েছে ৩৬ জনের।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২২ আগস্ট ২০২১

Back to top button