রাজশাহী মেডিকেলে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু
রাজশাহী, ২২ আগস্ট – রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল থেকে রবিবার সকালের মধ্যে তারা মারা যান। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৮ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন। এর আগের ২৪ ঘণ্টায় এখানে মারা যান ৭ জন।
এ নিয়ে চলতি মাসের ২২ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট মারা গেলেন ২৮৪ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১২১ জন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১৩৪ জন মারা গেছেন। করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ২৯ জনের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ৫ জন, নাটোরের ২ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর ২ জন এবং পাবনার ২ জন রয়েছেন। এদের মধ্যে ৪ জন নারী এবং ৮ জন পুরুষ।
বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে ৫ জনের বয়স ৬১ বছরের ওপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।
হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন। রবিবার সকালে করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৪০ জন।
এর মধ্যে করোনা পজিটিভ রোগী ১১১ জন, উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন ৯৬ জন। এছাড়া করোনামুক্ত হওয়ার পর পরবর্তী জটিলতা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩৩ জন।
এখানকার করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ৫১৩টি।
সিভিল সার্জন অফিসের তথ্যমতে, শনিবার রাজশাহীতে ৪৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ১৯ ভাগ।সিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ৭০৯টি নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
সূত্র: দেশ রূপান্তর
এম ইউ/২২আগস্ট ২০২১