জাতীয়

বাংলাদেশ-কলকাতা ফ্লাইট চালু হচ্ছে না

 

 

ঢাকা, ২২ আগস্ট – বাংলাদেশ ও কলকাতার মধ্যে রোববার থেকে যেসব ফ্লাইট চালু হওয়ার কথা ছিল তা স্থগিত রাখা হয়েছে। দুই দেশের বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে চুক্তি চূড়ান্ত না হওয়ায় আপাতত ফ্লাইট চালু হচ্ছে না।

করোনা মহামারিতে চলতি বছরের এপ্রিলে কারণে ভারতের সাথে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।চার মাস বন্ধ থাকার পর রোববার থেকে ভারতে পুনরায় ফ্লাইট চালনা শুরুর কথা জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

ফ্লাইট চালু না হওয়া প্রসঙ্গে বিমান বাংলাদেশের একজন কর্মকর্তা বলেন, আমরা রোববার থেকে ভারতে পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনা করেছিলাম। প্রাথমিকভাবে সপ্তাহে রোববার ও বুধবার ঢাকা-দিল্লি রুটে এবং রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট চালু করতে চেয়েছিলাম। কিন্তু আমরা ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পাইনি। চুক্তি স্বাক্ষরিত হলে আমরা নতুন তারিখ ঘোষণা করব।

এদিকে এই ঘোষণার ফলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবা খাত এবং প্রাইভেট হাসপাতালগুলো হতাশ হয়েছে। এসব হাসপাতালের রোগীদের একটা বড় বাংলাদেশ থেকে আগত; মহামারি ও লকডাউন নিষেধাজ্ঞার সময়ে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা ৮-১০% হ্রাস পেয়েছে বলে জানানো হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২২আগস্ট ২০২১

Back to top button