সচেতনতা

শিশুর দাঁতের যত্ন

শিশুর মুখে প্রথম দাঁত ওঠার সময় ছয় মাস বলা হলেও ঠিক ওই সময়ই যে দাঁত দেখা যাবে এমনটা না-ও হতে পারে। কখনো কখনো টানা এক বছরেও কোনো দাঁত দেখা যায় না শিশুর মুখে। যখন শিশুর বয়স দুই থেকে আড়াই বছর হবে তখন তার মুখে থাকবে মোট ২০টি দাঁত। এ দাঁতগুলোর যত্ন নিতে হবে প্রথম থেকেই। কেমন করে শিশুর দাঁতের যত্ন নিতে হবে, জেনে নিন তার আদ্যোপান্ত।

যত্ন নিতে হবে দাঁত ওঠার আগে থেকেই। প্রতিবার খাবারের পর ভেজা কাপড় দিয়ে দাঁতহীন মাড়ি মুছে দিন।

১. যখন মুখে দাঁত দেখা যাবে, শিশুদের জন্য তৈরি বিশেষ টুথব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করে দিতে হবে দুই বেলা।
২. শিশুদের উপযোগী ফ্লোরাইডসমৃদ্ধ টুথপেস্ট ব্যবহার করুন।
৩. খেয়াল রাখতে হবে, শিশু যেন পেস্টের সবটাই গিলে না ফেলে। তাই ব্রাশে পেস্ট লাগাতে হবে খুব অল্প করে।
৪. খাবারের তালিকায় অতিরিক্ত চিনিযুক্ত খাবার এড়িয়ে যাওয়াই ভালো। আর খাওয়াতে হলে, খাওয়া শেষে মুখ ধুয়ে দিন।
৫. আস্তে-ধীরে বোতলে করে খাবার খাওয়ানোর অভ্যাস পরিবর্তন করে নিন। বোতল অনেকক্ষণ ধরে দাঁতের সংস্পর্শে থাকলে দাঁতে বিভিন্ন ধরনের ক্যারিজ হওয়ার আশঙ্কা থাকে।

আরও পড়ুন: কোমল পানীয় অ্যাজমার ঝুঁকি বাড়ায়

শিশুর বয়স যখন এক বছর পূর্ণ হবে, তাকে অবশ্যই মুখ ও দাঁত রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। আর বিশেষজ্ঞের কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিন শিশুর উপযোগী খাদ্য তালিকা, নিয়ম মেনে দাঁত ব্রাশ করার পদ্ধতি, আর কেমন করে ফ্লোরাইড দাঁতের উপকার কিংবা ক্ষতি করে।

আডি/ ২৪ অক্টোবর

Back to top button