দক্ষিণ এশিয়া

সপ্তম দিনেও আফগানিস্তানে বন্ধ ব্যাংক, এটিএম খালি

কাবুল, ২১ আগস্ট – আফগানিস্তানে তালেবানরা কাবুল দখলের পর সপ্তম দিনের মতো শনিবারও বন্ধ রয়েছে দেশটির সব ব্যাংক। এতে বড় ধরনের সংকটে পড়েছে দেশটির আর্থিক লেনদেন।

এর আগে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর দেশ ছেড়ে পালিয়ে যান। পরে তিনি সাবেক আশরাফ গানি সরকারের অব্যবস্থাপনার কঠোর সমালোচনা করেন।

আফগানিস্তানে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথেও কোনো অর্থ নেই। কোনো ব্যাংক কিংবা ওয়াস্টার্ন ইউনিয়ন তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে না। দেশটিতে অর্থ পাঠানো বা সেখান থেকে অন্য দেশে অর্থ সরবরাহ এখন প্রায় অসম্ভব।

স্থানীয় আফগানরা বলছেন, তাদের হাতে থাকে অর্থ প্রায় শেষ হওয়ার পথে। এ কারণে রাজধানী কাবুল কিংবা অন্য শহরগুলোতে তারা উদ্বিগ্ন হয়ে পড়ছেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এউ, ২১ আগস্ট

Back to top button