উত্তর আমেরিকা

“আফগানিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়নি”

ওয়াশিংটন, ২১ আগস্ট – মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনাপ্রবাহে মিত্রদের কাছে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়নি। আর দেশটিতে মার্কিন সেনাদের ওপর তালেবানদের যেকোনও হামলার দ্রুত ও জোরালো জবাব দেওয়া হবে। শুক্রবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার আগে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এবং ন্যাটোভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করেছে ওয়াশিংটন। তাদের সবাই এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন।

এমন সময়ে বাইডেন এই মন্তব্য করলেন যখন মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগের বাস্তবতায় দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। মার্কিন সংবাদমাধ্যমগুলোতে তালেবানের কাবুল দখলের জন্য যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করা হচ্ছে। তারা বলছে, আফগানিস্তানে আকস্মিকভাবে প্রায় ২০ বছরের মার্কিন উপস্থিতির ইতি টানার মাধ্যমে দেশটির জনগণকে পরিত্যাগ করেছে ওয়াশিংটন, এমন ভাবমূর্তি তৈরি হয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/২১ আগস্ট ২০২১

Back to top button