চলতি বছরে ডেঙ্গুতে ৩৫ জনের মৃত্যু
ঢাকা, ২১ আগস্ট – ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৩৫ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে ২৩ জনই মারা গেছেন আগস্ট মাসে। এর আগে জুলাই মাসে মারা যান ১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার (২১ আগস্ট) সকাল ৮টা থেকে তার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৮ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ২৫৭ জন ঢাকায় এবং ঢাকার বাইরে ২১ জন।
চলতি বছরে এ পর্যন্ত ৭ হাজার ৭৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬ হাজার ৫০৯ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২০৬ জন। তাদের মধ্যে ১ হাজার ১১৯ জন ঢাকায় এবং ৮৭ জন ঢাকার বাইরে।
জানুয়ারিতে ৩২, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩, এপ্রিলে ৩, মে মাসে ৪৩ ও জুনে ২৭২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। জুলাই মাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৮৬ জন। আগস্টের ২১ দিনে ৫ হাজার ৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সূত্র : রাইজিংবিডি
এম এউ, ২১ আগস্ট