ঢাকা
ঢাকায় একদিনে করোনায় মৃত্যু ২১, শনাক্ত ১৫০০ জন
ঢাকা, ২১ আগস্ট- ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২১ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার একদিনে ১৪ হাজার ৪০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ২ হাজার ৩২১ জনের করোনা শনাক্ত হয়েছিল। মারা গিয়েছিলেন ২০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৬৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১ হাজার ৫০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন ২১ জন।
এর মধ্যে ঢাকা বিভাগে গত একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ৬ জনের মৃত্যু হয়েছে গাজীপুরে। আর তৃতীয় সর্বোচ্চ ৫ জন মারা গেছেন মুন্সিগঞ্জে।
সূত্রঃ বাংলাদেশ জার্নাল
আর আই