আলেশা কার্ড নিয়ে লিগ্যাল নোটিশ
ঢাকা, ২১ আগস্ট- বিজনেস পার্টনারদের সঙ্গে কার্ডহোল্ডারদের এক চিরস্থায়ী সম্পর্ক গড়ে দেবে আলেশা কার্ড- এমন অফার দিয়ে মার্কেটিং বন্ধ করতে সরকারের তথ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহিদুল কবীর এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি শনিবার (২১ আগস্ট) নিশ্চিত করেছেন আইনজীবী নিজে।
লিগ্যাল নোটিশে তথ্য মন্ত্রণালয়ের সচিব, আলেশা হোল্ডিংশ লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক, বাণিজ্য মন্ত্রণালয়ের (আরজিএসসি) জয়েন্ট স্টক রেজিস্ট্রার এবং ই-ক্যাবের মহাসচিবকে বিবাদী করা হয়েছে।
নোটিশ পাওয়ার চারদিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করলে আইনি প্রতিকারের জন্য উচ্চ আদালতে রিট আবেদন করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ই-কমার্স নীতিমালায় কোনো গিফট ভাউচার বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া গ্রহণযোগ্য নয়। ৭ হাজার ৯৮০ টাকা দিয়ে আলেশা কার্ড সাবস্ক্রাইব করে প্রতি বছর কার্ডটি নবায়ন করতে আরও ৯৮০ টাকা খরচ করতে হবে গ্রাহকদের, এই নিয়মটিও ই-কমার্স নীতিমালায় আইনসম্মত নয় বলে লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়।
আইনজীবী সৈয়দ মুহিদুল কবীর বলেন, ‘আলেশা কার্ড নামে যে কার্ড গ্রাহকদের দেওয়া হচ্ছে তা আমাদের দেশে চুক্তি আইন ও দণ্ডবিধি আইন অনুযায়ী এক ধরনের প্রতারণা। তারা প্রতারণার আশ্রয় নিচ্ছে। তাই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। কারণ, বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া এমন কার্ড বিক্রি করতে পারবে না। তারা যা করছে তা করতে পারে না।’
তিনি বলেন, ‘আলেসা মার্ট হচ্ছে ইভ্যালি ও ই-অরেঞ্জ এর মতো। তারা যে ধরনের বিজনেস করে এই ধরনের ই-কমার্স মার্কেটিং ওই ধরনের। জনগণকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে জনস্বার্থে লিগ্যাল নোটিশ পাাঠানো হয়েছে। সুতরাং আগামী চার কার্যদিবসের ভেতর আলেশার প্রতারণার মর্কেটিং বন্ধের বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করলে রিট আবেদন করা হবে।’
এর আগে গত ৩ আগস্ট বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে চালু করা হয়েছে আলেশা কার্ড। বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনারা ফ্রিতে আলেশা কার্ডটি গ্রহণ করতে পারবেন। আর ৬৫ বছরের বেশি বয়সী বাংলাদেশি নাগরিকরা ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টে কার্ডটি কিনতে পারবেন। ‘আলেশা কার্ড’ একটি প্রিভিলেজ কার্ড। দেশজুড়ে ৯০টি ক্যাটাগরিতে তিন হাজারেরও বেশি সাপ্লায়ারের কাছ থেকে তারা সর্বোচ্চ ৫০ শতাংশ ডিসকাউন্ট পাবেন। এই কার্ডহোল্ডাররা আলেশা মার্টের নির্দিষ্ট কিছু পণ্য কিনতে পারবেন ১০ শতাংশ ডিসকাউন্টে। শুধু তাই নয়, অল্প কিছুদিন পরেই চালু হতে যাচ্ছে আলেশা হোল্ডিংসের নতুন সেবা ‘আলেশা রাইড’।
এই কার্ড ব্যবহার করে আলেশা রাইডের প্রতি রাইডে ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। মেয়াদ থাকাকালে আলেশা কার্ডের কোনো হোল্ডার যদি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন, তাহলে তাঁর পরিবারকে সর্বোচ্চ দুই লাখ টাকা প্রদান করা হবে।
সূত্রঃ জাগো নিউজ
আর আই