খুলনা

খুলনা বিভাগে করোনায় ১৩ জনের মৃত্যু, শনাক্ত ২১১ জন

খুলনা, ২১ আগস্ট- খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ২১১ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে, যা আগের দিন ছিল ৩১৬ জন। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু দাঁড়াল দুই হাজার ৯০৩ জন। মোট মৃত্যুর মধ্যে খুলনা জেলায়ই ৭৩৭ জন। এরপর রয়েছে কুষ্টিয়ায় ৬৯৮ জন।

আজ শনিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলদার জানান, খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ২১১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়, যা আগের দিন ছিল ৩১৬ জন। মৃত্যুর সংখ্যা ১৩ যা আগের দিনের ছিল ১২।

স্বাস্থ্য পরিচালক আরও জানান, ২৪ ঘণ্টায় খুলনা জেলায় চারজন, যশোরে দুইজন, কুষ্টিয়ায় পাঁচজন, মাগুরা একজন মেহেরপুরে একজনসহ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা গতকাল ছিল ১২ জন।

করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে এক লাখ ছয় হাজার ২৩৩ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৯০৩ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯১ হাজার ৫২৩ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভাগে শনাক্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে ৭৩৭ জন, তারপর কুষ্টিয়ায় ৬৯৮ জন, যশোরে ৪৪০ জন, ঝিনেদা ২৫১ জন ও মেহেরপুরে ১৭৬, চুয়াডাঙ্গা ১৮৩ জন, বাগেরহাট ১৩৮ সাতক্ষীরা ৮৭।

খুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৮৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২৬ হাজার ৬০০ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ৭৩৭ জন এবং সুস্থ হয়েছে ২২ হাজার ৫৫৬ জন।

বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ছয় হাজার ৮৫৭ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ১৩৮ জন এবং সুস্থ হয়েছে ছয়  হাজার ৫০৮ জন।

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ছয় হাজার ৪৯৬ জন এবং মারা গেছে ৮৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে পাঁচ হাজার ৫৮০ জন।

যশোরে নতুন শনাক্ত হয়েছে ২৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ৭৬৭ জন। এ সময় মারা গেছে ৪৪০ জন এবং সুস্থ হয়েছে ১৯ হাজার ৩৩৩ জন।

নড়াইলে এ সময়ে শনাক্ত তিনজন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৬৭২ জন। মারা গেছে ১০৮ জন এবং সুস্থ হয়েছে তিন হাজার ৮৭১ জন।

মাগুরায় শনাক্ত  নাই। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে তিন  হাজার  ৮৭৯ জন। এ সময় মারা গেছে ৮৫ জন এবং সুস্থ হয়েছে দুই হাজার ৬৪৬ জন।

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে আট হাজার ৭৩৭ জন। মারা গেছে ২৫১ জন এবং সুস্থ হয়েছে ছয় হাজার ৮২৩ জন।

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৫০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ১৬৪ জন। মারা গেছে ৬৯৮ জন এবং সুস্থ হয়েছে ১৪ হাজার ৬৩২ জন।

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৫০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ছয় হাজার ৫৭৫ জন। মারা গেছে ১৮৩ জন এবং সুস্থ হয়েছে পাঁচ হাজার ৫২৭ জন।

মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে দুইজন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৪৮৫ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ১৭৬ জন এবং সুস্থ হয়েছে চার হাজার ৪৭ জন।

সূত্রঃ এনটিভি

আর আই

Back to top button