ত্রিপুরা

পদত্যাগ করলেন ত্রিপুরার কংগ্রেস সভাপতি পীযুষকান্তি বিশ্বাস, তৃণমূলে যোগ নিয়ে জল্পনা

আগরতলা, ২১ আগস্ট – ত্রিপুরা কংগ্রেসের নেতা পিযুষ কান্তি বিশ্বাস রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। সেইসঙ্গে তিনি রাজনীতি থেকেও অবসরে যাওয়ার ঘোষণা দেন। শনিবার বিকেলে এক টুইটে তিনি এসব ঘোষনা দেন। খবর এনডিটিভির।

পিযুষ কান্তি বিশ্বাসের এ পদত্যাগ ভারতে কংগ্রেসের জন্য এক বড় ধরনের আঘাত বলে মনে করা হচ্ছে। এতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজনীতিতে কিছুটা হলেও দুর্বল হয়ে পড়লো দলটি।

আগামী দুই বছরের মধ্যে ত্রিপুরার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সূত্র জানিয়েছে, তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন পিযুষ। ইতোমধ্যে কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব তৃণমূলে যোগ দিয়েছেন। সুস্মিতা ত্রিপুরা কংগ্রেসের সদ্য সাবেক সভাপতি পিযুষের ঘনিষ্টজন হিসেবে পরিচিত।

পশ্চিমবঙ্গে বিজেপিকে হারিয়ে অনেকটাই উজ্জীবিত তৃণমূল। বর্তমানে তারা ত্রিপুরার বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রাখছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২১ আগস্ট ২০২১

Back to top button