অস্ট্রেলিয়া

সিডনিতে করোনায় আক্রান্ত হয়ে প্রথম বাংলাদেশির মৃত্যু

মো. আবুল কালাম আজাদ

সিডনি, ২১ আগস্ট – সিডনির বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাকেম্বায় প্রথম একজন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ল্যাকেম্বাতে ছেলের বাসায় বাংলাদেশ থেকে বেড়াতে এসেছিলেন খন্দকার জুলফিকার।

শুক্রবার (২০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ক্যান্টাবোরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খন্দকার জুলফিকারের দেশের বাড়ি ময়মনসিংহ জেলায়। তার মৃত্যুর খবরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

প্রবাসীরা জানান, সিডনির ল্যাকেম্বাতে ছেলের বাসায় বাংলাদেশ থেকে বেড়াতে এসেছিলেন খন্দকার মোহাম্মদ জুলফিকার। তিনি করোনায় আক্রান্ত হয়ে গতকাল সন্ধ্যা ৬টায় ক্যান্টাবোরি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এম ইউ/২১ আগস্ট ২০২১


Back to top button