২ বছর পর নতুন গানে লাবিবা
ঢাকা, ২১ আগস্ট – প্রায় দুই বছর আগে অর্থাৎ ২০১৯ সালের নভেম্বরে নিজের প্রথম মৌলিক গান ‘কেন এত চাই তোকে’ প্রকাশ করেছিলেন ‘গানের রাজা’র প্রথম আসরের চ্যাম্পিয়ন ফাইরুজ লাবিবা। নিজের প্রথম গানেই দারুণ সাড়া ফেলেন। সেই ধারাবাহিকতায় দীর্ঘদিন পর নতুন গান নিয়ে হাজির হলেন এ খুদে তারকা।
গতকাল বিকেলে এসএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে লাবিবার দ্বিতীয় মৌলিক গানটি। গানের শিরোনাম ‘তোর প্রেমেরই আদরে’। জসিম উদ্দিনের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন তন্ময় মাহাবুবুল। লাবিবার সঙ্গে এতে দ্বৈত কণ্ঠও দেন তিনি। গান ভিডিওতে মডেল হয়েছেন কলকাতার অভিনন্দন সরকার ও পাপিয়া পাল। ভিডিওটি নির্মাণ করেন গৌরব গুপ্ত।
ফাইরুজ লাবিবা বলেন, খুব সুন্দর রোমান্টিক মুডের একটি গান এটি। তন্ময় ভাইয়ার সঙ্গে আমার এটাই আমার প্রথম কাজ। এ গানটি করতে গিয়ে আমার নতুন কিছু অভিজ্ঞতা হয়েছে। যেমন- গানে ভয়েস দেওয়ার জন্য আমাকে খুলনা থেকে ঢাকা যেতে হয়। কিন্তু এই গানটির ভয়েস দিয়েছি আমার স্টুডিও থেকে অর্থাৎ আমার বাসা থেকে। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। করোনার কারণে ঢাকা যাওয়া সম্ভব হয়নি। গানটি রিলিজের পর ভালোই প্রশংসা পাচ্ছি।
দ্বিতীয় মৌলিক গানে এতটা সময় নেওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু আমি খুলনায় থাকি তাই সবসময় ঢাকা যাওয়াটা আমার পক্ষে সম্ভব হয়না। তার উপর এখন করোনা পরিস্থিতির কারণে তো আরও বের হওয়া হচ্ছে না। তবে আমার বেশ কিছু গানের কাজই শেষ করেছি, সেগুলো রিলিজের অপেক্ষায় আছি। কিছু গানের শুটিং বাকি, ঢাকায় যাওয়া হচ্ছে না বলে সেগুলো শুট করতে পারছি না। তবে চেষ্টা করবো শিগগিরই সেগুলো শেষ করে রিলিজ দেওয়ার।
খুলনার মেয়ে লাবিবা সরকারি করোনেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছেন। তার বড় বোন ফাইরুজ মালিহাও একজন গায়িকা। তিনি ‘চ্যানেল আই-ক্ষুদে গান রাজ ২০১৩’ এর চ্যাম্পিয়ন।
এন এইচ, ২১ আগস্ট